ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হবে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হবে

Published

on

ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হবে
ছবি : সংরক্ষিত

গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, আগামী ৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ও সংবাদ সম্মেলনের ঘোষণাও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম, নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সভায় নেতারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। বিভক্তির অপচেষ্টাকেও প্রতিহত করতে হবে।

নেতারা আরও বলেন, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই মাসের মধ্যেই ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভায় কুমিল্লায় নারীর ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ধর্ষক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

৩ জুলাই সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডের নাগরিক ঐক্য কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই-আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share

গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন, আগামী ৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ও সংবাদ সম্মেলনের ঘোষণাও দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম, নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সভায় নেতারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। বিভক্তির অপচেষ্টাকেও প্রতিহত করতে হবে।

নেতারা আরও বলেন, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই মাসের মধ্যেই ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ গৃহীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভায় কুমিল্লায় নারীর ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ধর্ষক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

৩ জুলাই সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডের নাগরিক ঐক্য কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই-আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share