‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক - Porikroma News
Connect with us

বাংলাদেশ

‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক

Published

on

সংগৃহীত ছবি

২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। বুধবার বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির প্রস্তাব উপস্থাপন করেন মাহফুজ আলম। বর্তমানে গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে স্বীকৃতির কাজ চলছে এবং খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি আহত হন এবং ৬ আগস্ট দুপুরে হাসপাতালে মারা যান।

নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে আসেন ১৯৯২ সালে। বাংলাদেশেই জন্ম নেওয়া ১৭ বছর বয়সী নূর মোস্তফা ছিলেন দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র

Share

২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। বুধবার বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির প্রস্তাব উপস্থাপন করেন মাহফুজ আলম। বর্তমানে গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে স্বীকৃতির কাজ চলছে এবং খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি আহত হন এবং ৬ আগস্ট দুপুরে হাসপাতালে মারা যান।

নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে আসেন ১৯৯২ সালে। বাংলাদেশেই জন্ম নেওয়া ১৭ বছর বয়সী নূর মোস্তফা ছিলেন দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র

Share