জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শুরু - Porikroma News
Connect with us

জাতীয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শুরু

Published

on

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শুরু
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় সাইমুমের পরিবেশনা।

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই’ উদযাপন করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী আয়োজিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচি অনুযায়ী ইসলামী সংগীত পরিবেশন থেকে শুরু করে হিপহপ, ব্যান্ড পারফর্মেন্স, বিশেষ নাট্য-উপস্থাপনা, ড্রোন শো ও জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা রয়েছে।

বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’, যার মাধ্যমে অনুষ্ঠানটি একটি রাজনৈতিক-ঐতিহাসিক মাত্রা পাবে। এরপর সন্ধ্যায় এলিটা করিম, আর্টসেলসহ একাধিক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড সংগীত পরিবেশন করবেন।

এই উৎসব শুধু সাংস্কৃতিক নয়, বরং এটি একটি গণসচেতনতামূলক এবং ঐতিহাসিক দিবসকেও সামনে তুলে ধরছে।

Share

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই’ উদযাপন করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী আয়োজিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচি অনুযায়ী ইসলামী সংগীত পরিবেশন থেকে শুরু করে হিপহপ, ব্যান্ড পারফর্মেন্স, বিশেষ নাট্য-উপস্থাপনা, ড্রোন শো ও জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা রয়েছে।

বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’, যার মাধ্যমে অনুষ্ঠানটি একটি রাজনৈতিক-ঐতিহাসিক মাত্রা পাবে। এরপর সন্ধ্যায় এলিটা করিম, আর্টসেলসহ একাধিক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড সংগীত পরিবেশন করবেন।

এই উৎসব শুধু সাংস্কৃতিক নয়, বরং এটি একটি গণসচেতনতামূলক এবং ঐতিহাসিক দিবসকেও সামনে তুলে ধরছে।

Share