বাংলাদেশ
স্বৈরাচারমুক্ত নায়কদের দেখতে চট্টগ্রামে জনতার ঢল

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশে জনতার ঢল নামে। বহদ্দারহাট থেকে শুরু হওয়া পদযাত্রাটি মুরাদপুর হয়ে বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়।
সমাবেশস্থলে দেখা গেছে হাজারো মানুষের সমাগম। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক নাগরিকরাও অংশ নেন এই আয়োজনে। তাদের অনেকেই শুধু জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে একনজর দেখার জন্য এসেছিলেন।
চট্টগ্রামের ষাটোর্ধ্ব আক্কাস আলী বলেন, “যারা স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে, তাদের একনজর দেখতে এসেছি।”
ছেলেদের নিয়ে সমাবেশে আসা জুলেখা আক্তার বলেন, “আমার দুই ছেলে নাহিদ-হাসনাতদের ফেসবুকে দেখে ভক্ত হয়ে গেছে। ওদের নিয়েই এসেছি।”
মাদ্রাসা শিক্ষক আসলাম আলী জানান, “এই তরুণদের নেতৃত্বেই বাংলাদেশ মুক্ত হয়েছে। তাদের দেখতে পারা আমাদের জন্য গর্ব।”
চট্টগ্রাম কলেজের ছাত্র আরমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনীতির বিষয় নয়, এটা তরুণদের আন্দোলন। তাদের প্রতি ভালোবাসা থেকেই এসেছি।”
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।