জাতীয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশের জামিন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য

হাইকোর্টে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশের এক সদস্যকে জামিন প্রদানের বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, শহীদ পরিবারের করা মামলায় হাইকোর্ট পুলিশ সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবার ক্ষুব্ধ হলেও, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
আসিফ নজরুল আরও বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত এবং আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। তাই হাইকোর্ট বা উচ্চ আদালতের কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয় যুক্ত নয়। তবে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল করা হয়েছে। জামিন বাতিল হলে পুলিশ সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করবে।
এর আগে, জুলাই শহীদ পরিবার ও আহতরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন। তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে এবং পরে সড়ক অবরোধের মাধ্যমে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন।
শহীদ পরিবার অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দাবি করেন, আইন উপদেষ্টা পদত্যাগ করবেন এবং বিচারকদেরও অপসারণ করা হোক।