জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা - Porikroma News
Connect with us

জাতীয়

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

Published

on

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা
জুলাই অভ্যুত্থানে বিজয়ের পর উৎসুক জনতা। পুরোনো ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।
এ ঘোষণাপত্রে তিনি বলেন, অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের জনগণ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়, যার চূড়ান্ত রূপ নেয় গণভবনমুখী লংমার্চে। তীব্র গণআন্দোলনের মুখে ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ঘোষণাপত্রের শেষাংশে বলা হয়, “বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।”

Share

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।
এ ঘোষণাপত্রে তিনি বলেন, অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের জনগণ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়, যার চূড়ান্ত রূপ নেয় গণভবনমুখী লংমার্চে। তীব্র গণআন্দোলনের মুখে ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ঘোষণাপত্রের শেষাংশে বলা হয়, “বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।”

Share