সরকার ইতিহাস বিকৃত করছে: রাশেদ খান - Porikroma News
Connect with us

রাজনীতি

সরকার ইতিহাস বিকৃত করছে: রাশেদ খান

Published

on

সরকার ইতিহাস বিকৃত করছে: রাশেদ খান
সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, সরকার ইতিহাস বিকৃত করে একপক্ষীয়ভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “গণ-অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

তিনি জানান, বিএনপিকেও এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। “হয়তো রাতের মধ্যে দেবে, কারণ সরকার এখনো দ্বিধায় আছে,” বলেন তিনি।

রাশেদ খান আরও উল্লেখ করেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ নিশ্চয়ই তার কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।”

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান এনসিপিকে ‘কিংস পার্টি’ আখ্যা দিয়েছেন। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন তোলা সহজ হয়েছে।

রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেন, সামনে হয়তো ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো হবে অথবা তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে এবং রক্তপাত আরও বাড়বে।


Share

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, সরকার ইতিহাস বিকৃত করে একপক্ষীয়ভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “গণ-অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

তিনি জানান, বিএনপিকেও এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। “হয়তো রাতের মধ্যে দেবে, কারণ সরকার এখনো দ্বিধায় আছে,” বলেন তিনি।

রাশেদ খান আরও উল্লেখ করেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ নিশ্চয়ই তার কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।”

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান এনসিপিকে ‘কিংস পার্টি’ আখ্যা দিয়েছেন। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন তোলা সহজ হয়েছে।

রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেন, সামনে হয়তো ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো হবে অথবা তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে এবং রক্তপাত আরও বাড়বে।


Share