জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা - Porikroma News
Connect with us

জাতীয়

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা

Published

on

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুপুরের পর এই গুরুত্বপূর্ণ দলিল পাঠের মাধ্যমে শুরু হয় ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন।

গত বছরের আজকের দিনেই ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি কর্তৃত্ববাদী শাসনের। এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং এ বছর পালিত হচ্ছে এর প্রথম বার্ষিকী।

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। পুরো মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন। গান, কবিতা, নাট্য-পরিবেশনা ও ড্রোন শো—সব মিলিয়ে দিনটি রঙিন হয়ে ওঠে।

বৃষ্টিতে ছন্দপতন হলেও উদ্দীপনায় ভাটা পড়ে না। অনেকে জাতীয় পতাকা জড়িয়ে, ‘জুলাই সনদ’ ব্যাজ পরে ভিজে গান গাইতে থাকেন। মিরপুর থেকে আসা আশরাফুল ইসলাম ইমন বলেন, “আজকের দিনেই আমরা ফ্যাসিস্ট শাসককে বিদায় দিয়ে বিজয় অর্জন করেছিলাম, তাই আজ বিজয়ের উৎসব।”

Share

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুপুরের পর এই গুরুত্বপূর্ণ দলিল পাঠের মাধ্যমে শুরু হয় ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন।

গত বছরের আজকের দিনেই ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি কর্তৃত্ববাদী শাসনের। এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং এ বছর পালিত হচ্ছে এর প্রথম বার্ষিকী।

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। পুরো মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন। গান, কবিতা, নাট্য-পরিবেশনা ও ড্রোন শো—সব মিলিয়ে দিনটি রঙিন হয়ে ওঠে।

বৃষ্টিতে ছন্দপতন হলেও উদ্দীপনায় ভাটা পড়ে না। অনেকে জাতীয় পতাকা জড়িয়ে, ‘জুলাই সনদ’ ব্যাজ পরে ভিজে গান গাইতে থাকেন। মিরপুর থেকে আসা আশরাফুল ইসলাম ইমন বলেন, “আজকের দিনেই আমরা ফ্যাসিস্ট শাসককে বিদায় দিয়ে বিজয় অর্জন করেছিলাম, তাই আজ বিজয়ের উৎসব।”

Share