জুলাই বিপ্লবে আহতদের উপর থুতু ছিটানোর অভিযোগ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

জুলাই বিপ্লবে আহতদের উপর থুতু ছিটানোর অভিযোগ

Published

on

জুলাই বিপ্লবে আহতদের উপর থুতু ছিটানোর অভিযোগ
ছবিঃ সংরক্ষিত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অভিযোগ করেছেন, ‘জুলাই বিপ্লবের সময় গুলিবিদ্ধ, অসুস্থ এবং পঙ্গু অবস্থায় হাসপাতালে ভর্তি আহতদের উপর তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থুতু ছিটিয়েছিলেন।’

সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পঙ্গু হাসপাতালে ঢোকার সময় মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ডাক্তার-নার্সদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের কেউ চিকিৎসা না দেয়।’

এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গণতন্ত্র হত্যা এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ এনে তিনি তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককেও দায়ী করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, বার কাউন্সিল সদস্য এ টি এম ফয়েজ উদ্দিনসহ স্থানীয় আইনজীবীরা।

অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

Share

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অভিযোগ করেছেন, ‘জুলাই বিপ্লবের সময় গুলিবিদ্ধ, অসুস্থ এবং পঙ্গু অবস্থায় হাসপাতালে ভর্তি আহতদের উপর তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থুতু ছিটিয়েছিলেন।’

সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পঙ্গু হাসপাতালে ঢোকার সময় মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ডাক্তার-নার্সদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের কেউ চিকিৎসা না দেয়।’

এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গণতন্ত্র হত্যা এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ এনে তিনি তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককেও দায়ী করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, বার কাউন্সিল সদস্য এ টি এম ফয়েজ উদ্দিনসহ স্থানীয় আইনজীবীরা।

অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

Share