জুলাই সনদে স্বচ্ছতার নির্দেশ প্রধান উপদেষ্টার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

জুলাই সনদে স্বচ্ছতার নির্দেশ প্রধান উপদেষ্টার

Published

on

জুলাই সনদে স্বচ্ছতার নির্দেশ প্রধান উপদেষ্টার
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক | ছবি : সংগৃহীত

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে : প্রধান উপদেষ্টা
জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান থাকে, সেই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টাকে জানানো হয়, ৫ আগস্টের মধ্যে সনদ তৈরির কাজ সম্পন্ন করতে কমিশনের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।

এ সময় কমিশনের সদস্যদের ‘ঐতিহাসিক ভূমিকা ও চেষ্টা’র জন্য শুভেচ্ছা জানান ড. ইউনূস। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এই সনদে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে এবং জনমানুষের চোখের সামনে থাকতে হবে।”

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে ৮টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং আরও ৭টি বিষয়ে আলোচনা চলছে।

Share

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে : প্রধান উপদেষ্টা
জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান থাকে, সেই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টাকে জানানো হয়, ৫ আগস্টের মধ্যে সনদ তৈরির কাজ সম্পন্ন করতে কমিশনের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।

এ সময় কমিশনের সদস্যদের ‘ঐতিহাসিক ভূমিকা ও চেষ্টা’র জন্য শুভেচ্ছা জানান ড. ইউনূস। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এই সনদে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে এবং জনমানুষের চোখের সামনে থাকতে হবে।”

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে ৮টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং আরও ৭টি বিষয়ে আলোচনা চলছে।

Share