১০ শহীদসহ আরও ১৭৫৭ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ - Porikroma News
Connect with us

জাতীয়

১০ শহীদসহ আরও ১৭৫৭ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Published

on

১০ শহীদসহ আরও ১৭৫৭ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা। ছবি : সংগৃহীত

১০ জন শহীদসহ তিন ক্যাটাগরির আহত আরও ১ হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) এ গেজেট প্রকাশ হয়, যা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত।

মন্ত্রণালয় জানায়, যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে প্রকাশিত এই গেজেটে ১০ জন শহীদ, অতি গুরুতর আহত ক বিভাগে ১০৯ জন, গুরুতর খ বিভাগে ২১০ জন এবং অপেক্ষাকৃত কম আহত গ বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক গেজেটপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা হলো:

  • ঢাকা: ৪০৫ জন
  • খুলনা: ১৬৬ জন
  • চট্টগ্রাম: ২২৬ জন
  • বরিশাল: ১১৬ জন
  • ময়মনসিংহ: ১১১ জন
  • রংপুর: ৯০ জন
  • রাজশাহী: ২৩৬ জন
  • সিলেট: ৮৮ জন

এর আগে প্রথম ধাপে ১২,৮৭৭ জনের গেজেট প্রকাশ করা হয়।

সরকারি বিধিমালা অনুযায়ী, শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ইতোমধ্যে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭২টি পরিবারের সঞ্চয়পত্র প্রদানে পারিবারিক জটিলতা নিরসনের কাজ চলছে।

প্রত্যেক শহীদ পরিবারের জন্য রয়েছে মাসিক ২০ হাজার টাকার ভাতা এবং আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা। শহীদ ও আহত যোদ্ধাদের তথ্য সংরক্ষণে একটি ডিজিটাল এমআইএস প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

Share

১০ জন শহীদসহ তিন ক্যাটাগরির আহত আরও ১ হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) এ গেজেট প্রকাশ হয়, যা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত।

মন্ত্রণালয় জানায়, যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে প্রকাশিত এই গেজেটে ১০ জন শহীদ, অতি গুরুতর আহত ক বিভাগে ১০৯ জন, গুরুতর খ বিভাগে ২১০ জন এবং অপেক্ষাকৃত কম আহত গ বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক গেজেটপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা হলো:

এর আগে প্রথম ধাপে ১২,৮৭৭ জনের গেজেট প্রকাশ করা হয়।

সরকারি বিধিমালা অনুযায়ী, শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ইতোমধ্যে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭২টি পরিবারের সঞ্চয়পত্র প্রদানে পারিবারিক জটিলতা নিরসনের কাজ চলছে।

প্রত্যেক শহীদ পরিবারের জন্য রয়েছে মাসিক ২০ হাজার টাকার ভাতা এবং আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা। শহীদ ও আহত যোদ্ধাদের তথ্য সংরক্ষণে একটি ডিজিটাল এমআইএস প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

Share