চুন্নু বাদ, জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম - Porikroma News
Connect with us

রাজনীতি

চুন্নু বাদ, জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম

Published

on

চুন্নু বাদ, জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম
শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম হায়দার।

দলের অভ্যন্তরীণ পরিবর্তনে চুন্নুর বিদায় এবং শামীম হায়দারের দায়িত্ব গ্রহণ জাতীয় পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


Share

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম হায়দার।

দলের অভ্যন্তরীণ পরিবর্তনে চুন্নুর বিদায় এবং শামীম হায়দারের দায়িত্ব গ্রহণ জাতীয় পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


Share