বাংলাদেশ
জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ফেসবুকে

জনকণ্ঠ পত্রিকার সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আজ লাল রঙে পত্রিকা প্রকাশ করায় পত্রিকার সম্পাদক শামিমা এ খান জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন।”

এই ঘটনার প্রেক্ষিতে পত্রিকার সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, “এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ থাকবে। কেউ যদি দায়িত্ব নিয়ে পত্রিকা প্রকাশ করেন, তবে সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে।”
ঘটনাটি নিয়ে পাঠক, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।