তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

Published

on

তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ
তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা দুই শিক্ষক। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন পদত্যাগ করেছেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি নিজেই তো বিচারপ্রার্থী, আমি কীভাবে তদন্ত কমিটিতে থাকি। এই ঘটনার বিচার চাই। তাই তদন্ত কমিটিতে থাকা আইনসম্মত নয়। এখন আমি এবং ভুক্তভোগী শিক্ষকের হয়ে কথা বলতে পারব।’

পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিনকে সদস্য করে নতুন তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য ভবন ঘেরাও করে দ্রুত বিচারের দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা। তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেকসহ কয়েকজনের ওপর। বাধা দিতে গেলে শিক্ষকদেরও মারধর করে তারা। এতে শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন।


Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন পদত্যাগ করেছেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমি নিজেই তো বিচারপ্রার্থী, আমি কীভাবে তদন্ত কমিটিতে থাকি। এই ঘটনার বিচার চাই। তাই তদন্ত কমিটিতে থাকা আইনসম্মত নয়। এখন আমি এবং ভুক্তভোগী শিক্ষকের হয়ে কথা বলতে পারব।’

পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিনকে সদস্য করে নতুন তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য ভবন ঘেরাও করে দ্রুত বিচারের দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা। তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেকসহ কয়েকজনের ওপর। বাধা দিতে গেলে শিক্ষকদেরও মারধর করে তারা। এতে শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন।


Share