রাজনীতি
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। সর্বশেষ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় এক শিক্ষার্থী বোতল ছুড়ে মারেন বলে ভিডিওচিত্রে দেখা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে, যখন শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছিলেন। অভিযোগ রয়েছে, উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছিলেন। এ সময় এক পর্যায়ে উত্তেজিত এক শিক্ষার্থী সামনে থেকে বোতল ছুড়ে দেন, যা সরাসরি তার মাথায় গিয়ে লাগে।
ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং কিছুক্ষণ পর উপদেষ্টা মাহফুজ আলম এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি বলেই তারা এমন চরমভাবে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।