Connect with us

আন্তর্জাতিক

জেরুজালেমে সাইরেন, হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

Published

on

ছবি : সংগৃহীত

জেরুজালেমে রবিবার বিকেলে সাইরেন বাজার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এএফপির সাংবাদিকদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।’

ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, এই হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে দাবি করে, তারা তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে বৃহস্পতিবারও ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। সে সময় আশ্রয় নিতে গিয়ে একজন আহত হন বলে জানায় এমডিএ।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গাজায় যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রাখলেও মার্চ থেকে পুনরায় হামলা চালাতে থাকে। সম্প্রতি হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযান তীব্র হলে হাইফা বন্দরে ‘নৌ অবরোধ’ আরোপ করবে তারা।

Share

জেরুজালেমে রবিবার বিকেলে সাইরেন বাজার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এএফপির সাংবাদিকদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।’

ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, এই হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে দাবি করে, তারা তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে বৃহস্পতিবারও ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। সে সময় আশ্রয় নিতে গিয়ে একজন আহত হন বলে জানায় এমডিএ।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গাজায় যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রাখলেও মার্চ থেকে পুনরায় হামলা চালাতে থাকে। সম্প্রতি হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযান তীব্র হলে হাইফা বন্দরে ‘নৌ অবরোধ’ আরোপ করবে তারা।

Share