আন্তর্জাতিক
ইতালির জেনোয়া বন্দরে সৌদি জাহাজে ইসরায়েলি অস্ত্র আটক

ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা সৌদি আরবের একটি জাহাজে ইসরায়েলি অস্ত্র আটক করেছেন। এই জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসছিল এবং গাজার গণহত্যায় ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে ছিল।
জেনোয়া বন্দরের ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর ৪০ জন কর্মী জোরপূর্বক জাহাজে প্রবেশ করে অস্ত্রের খোঁজ পান। জানা যায়, জাহাজটির নাম ‘বাহরি ইয়ানবু’ এবং এটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের জন্য আবুধাবি যাচ্ছিল। জাহাজটি জেনোয়া পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে এসেছে।
জোসে নিভোই, জেনোয়া বন্দরের শ্রমিক ইউনিয়নের সদস্য, বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না। এই অস্ত্র চোরাচালান আমাদেরকে সক্রিয় হতে বাধ্য করেছে।” জাহাজে অস্ত্র ধরা পড়ার পর বন্দরের কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০১৯ সালে একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটক করা হয়েছিল।
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, একটি মুসলিম দেশের জাহাজে কীভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।