যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, বৃদ্ধ নিহত - Porikroma News
Connect with us

বাংলাদেশ

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, বৃদ্ধ নিহত

Published

on

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির সময় ডাকাতদের আঘাতে ইসমাইল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতরা বৃদ্ধ দম্পতিকে আঘাত করে।

পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী সালেহা বেগমের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। পরে হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Share

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির সময় ডাকাতদের আঘাতে ইসমাইল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতরা বৃদ্ধ দম্পতিকে আঘাত করে।

পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী সালেহা বেগমের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। পরে হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Share