বাংলাদেশ
এই সপ্তাহেই বড় অগ্রগতি চায় কমিশন : আলী রীয়াজ

জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় চলতি সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এ কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রবিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যেকোনোভাবেই যৌক্তিক জায়গায় পৌঁছাতে হবে। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে।’
কমিশন সূত্র জানিয়েছে, আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে— প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা জারি।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট (অব.) হাসান সোহরাওয়ার্দী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কমিশন জানায়, সবার মতামতের ভিত্তিতেই আগামী নির্বাচনের পূর্বে জাতীয় সনদ তৈরি ও রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে।