এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত

Published

on

এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত
সংগৃহীত ছবি।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে (NHK) জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

জাপানের বিমান আত্মরক্ষাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। তিনি বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই নিরাপদে বেরিয়ে যান এবং দ্রুত তাকে উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে, বিমান আত্মরক্ষাবাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, এর একদিন আগে আফ্রিকার ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সবাই নিহত হন। একই দিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সকল আরোহীর মৃত্যু হয়।


Share

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে (NHK) জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

জাপানের বিমান আত্মরক্ষাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। তিনি বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই নিরাপদে বেরিয়ে যান এবং দ্রুত তাকে উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে, বিমান আত্মরক্ষাবাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, এর একদিন আগে আফ্রিকার ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সবাই নিহত হন। একই দিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সকল আরোহীর মৃত্যু হয়।


Share