জাপানে ১৬০০ ভূমিকম্প, আতঙ্কে দ্বীপবাসী - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

জাপানে ১৬০০ ভূমিকম্প, আতঙ্কে দ্বীপবাসী

Published

on

জাপানে ১৬০০ ভূমিকম্প, আতঙ্কে দ্বীপবাসী
ছবিসূত্র: এএফপি

জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে গত কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার ৬০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই টানা কম্পনে দ্বীপবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার (৩ জুলাই) স্থানীয় মেয়র জেনিচিরো কুবো এ তথ্য নিশ্চিত করেন।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আকুসেকি দ্বীপ। রবিবার মধ্যরাতে ৫.১ মাত্রার ভূমিকম্পসহ টানা কম্পনে বাসিন্দারা ঘুমহীন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মোট ৮৯ জন বাসিন্দার মধ্যে ইতোমধ্যে ৪৪ জন কাগোশিমা শহরে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পাশের দ্বীপ থেকেও ১৫ জন সরে গেছেন।

গত ২১ জুন থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১ হাজার ৫৮২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ভূতাত্ত্বিকরা এই ঘটনাকে ‘সিসমিক স্বর্ম’ (ভূমিকম্পের দলবদ্ধ প্রভাব) হিসেবে ব্যাখ্যা করেছেন। বিশেষজ্ঞদের মতে, পানির নিচে কোনো আগ্নেয়গিরির কার্যকলাপ বা ম্যাগমা প্রবাহ এই ভূমিকম্পের কারণ হতে পারে।

মেয়র কুবো জানান, “এটি কবে শেষ হবে তা আমরা জানি না। পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।”

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ এবং প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০টির মতো ভূমিকম্প এখানে অনুভূত হয়।

এদিকে, ২০২১ সালে প্রকাশিত একটি মাঙ্গা কমিকে ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। সেটি নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় কিছু বিদেশি পর্যটক জাপান সফর বাতিল করছেন বলে জানা গেছে।

সূত্র: আরব নিউজ


Share

জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে গত কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার ৬০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই টানা কম্পনে দ্বীপবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার (৩ জুলাই) স্থানীয় মেয়র জেনিচিরো কুবো এ তথ্য নিশ্চিত করেন।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আকুসেকি দ্বীপ। রবিবার মধ্যরাতে ৫.১ মাত্রার ভূমিকম্পসহ টানা কম্পনে বাসিন্দারা ঘুমহীন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মোট ৮৯ জন বাসিন্দার মধ্যে ইতোমধ্যে ৪৪ জন কাগোশিমা শহরে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। পাশের দ্বীপ থেকেও ১৫ জন সরে গেছেন।

গত ২১ জুন থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১ হাজার ৫৮২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ভূতাত্ত্বিকরা এই ঘটনাকে ‘সিসমিক স্বর্ম’ (ভূমিকম্পের দলবদ্ধ প্রভাব) হিসেবে ব্যাখ্যা করেছেন। বিশেষজ্ঞদের মতে, পানির নিচে কোনো আগ্নেয়গিরির কার্যকলাপ বা ম্যাগমা প্রবাহ এই ভূমিকম্পের কারণ হতে পারে।

মেয়র কুবো জানান, “এটি কবে শেষ হবে তা আমরা জানি না। পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।”

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ এবং প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০টির মতো ভূমিকম্প এখানে অনুভূত হয়।

এদিকে, ২০২১ সালে প্রকাশিত একটি মাঙ্গা কমিকে ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। সেটি নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় কিছু বিদেশি পর্যটক জাপান সফর বাতিল করছেন বলে জানা গেছে।

সূত্র: আরব নিউজ


Share