অপরাধ
চাঁদার টাকায় মোটরসাইকেল, আদালতে অপুর স্বীকারোক্তি

সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় দায় স্বীকার করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, আদায়কৃত চাঁদার মধ্যে তিনি পাঁচ লাখ টাকা নিয়েছিলেন এবং ওই টাকায় একটি মোটরসাইকেল কিনেছিলেন। পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।
বুধবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এবং তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করেন।
তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আদালতকে জানান, জানে আলম অপু ঘটনার দিন পালিয়ে যান। পরবর্তীতে গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা ভাগাভাগির কথা স্বীকার করেন। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রিয়াদও আদালতে দায় স্বীকার করে বলেছেন, অপু ও রিয়াদ মিলে ১০ লাখ টাকা ভাগ করে নেন।
উল্লেখ্য, ২৬ জুলাই সাবেক এমপি শাম্মী আক্তারের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকা দেওয়া হয়।