আন্তর্জাতিক
সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সন্ধ্যা নামতেই ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় পাকিস্তান সেনার পক্ষ থেকে গোলাবর্ষণ শুরু হয় উপত্যকার বিভিন্ন এলাকায়। একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইতোমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মু শহরে বাজছে সাইরেন। সন্ধ্যার পর থেকেই অম্বলাতেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের একাধিক স্থানে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। সেনাঘাঁটি ও বসতি এলাকাকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। এর জবাবে ‘উপযুক্ত ব্যবস্থা’ নিয়েছে ভারতীয় সেনারা।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘এখন জম্মুতে ব্ল্যাকআউট। শহরজুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।’
উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন এবং সেনা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।