রাজনীতি
হেফাজত আমিরের বক্তব্য: জামায়াত ভণ্ড ইসলামি দল

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াত ভণ্ড ইসলামী দল। তারা প্রকৃত ইসলামী দল নয়। প্রকৃত ইসলামকে ধারণ করে না, বরং মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।”
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি বৃহত্তর ফটিকছড়ির ওলামা-মাশায়েখগণের ব্যানারে আয়োজিত হয়।
বাবুনগরী আরও বলেন, “জামায়াতে ইসলামি সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াত ইসলামের যতটা ক্ষতি করেছে, কাদিয়ানীরাও ততটা করেনি। আমরা জামায়াতকে কখনও ইসলামী দল মনে করি না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী। সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল এবং মাওলানা আইয়ুব বাবুনগরী প্রমুখ।