জামালপুরে ঘর থেকে বের করে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা - Porikroma News
Connect with us

অপরাধ

জামালপুরে ঘর থেকে বের করে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Published

on

জামালপুরে ঘর থেকে বের করে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে আবদুর রহিম (৪৮) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জুন) রাত ২টার দিকে যমুনা নদীর দুর্গম চর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ২০-২৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ট্রলারে করে এসে প্রশাসনের পরিচয়ে দরজা খুলতে বলে। পরে জোর করে আবদুর রহিমকে ঘর থেকে বের করে সন্তানদের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

জামালপুরের ইসলামপুরে আবদুর রহিম (৪৮) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জুন) রাত ২টার দিকে যমুনা নদীর দুর্গম চর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ২০-২৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ট্রলারে করে এসে প্রশাসনের পরিচয়ে দরজা খুলতে বলে। পরে জোর করে আবদুর রহিমকে ঘর থেকে বের করে সন্তানদের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Share