রাজনীতি
৭ দাবি পূরণে নির্বাচনে প্রস্তুত জামায়াত

পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ডিএমপি কার্যালয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশ উপলক্ষে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক বৈঠক শেষে এসব তথ্য জানান দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও শত শত যানবাহন ঢাকায় প্রবেশ করবে। এ পরিস্থিতিতে অতিরিক্ত ট্রাফিক, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। তারা সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
এহসানুল মাহবুব জানান, দীর্ঘদিন পর এ মহাসমাবেশের জন্য নেতাকর্মীদের প্রত্যাশা অনেক। যানবাহনের নিরাপত্তা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোও এই সমাবেশে আমন্ত্রিত থাকবে। ডিএমপি এবং দলের যৌথ পরিকল্পনায় এই মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় নেতারা।