রাজনীতি
মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় মহাসমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মঞ্চেই পড়ে যান।
পরে দলের নেতাকর্মীরা দ্রুত তাঁকে ঘিরে ফেলেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরে জামায়াত পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।