অপরাধ
বরগুনায় জাল সনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জাল ওয়ারিশ সনদ দেওয়ার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ মে, যখন দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলী প্যাদার ছেলে শাহিন প্যাদা জাল ওয়ারিশ সনদ প্রদান সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যানসহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে একজন নারী ইউপি সদস্যকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার দুপুরে তিনি আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
তবে বিচারক মো. সাইফুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।