অপরাধ
২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে জ্যাকুলিন

২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক লেনদেন ও উপহার গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডির তদন্তে উঠে এসেছে, জ্যাকুলিন সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার নেন। এছাড়াও তাঁর ভাই ও বোনের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ পাঠানোর অনুরোধও করেছিলেন। তবে অভিনেত্রীর দাবি, এসব লেনদেনের প্রকৃত উৎস সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না।
ইডির ভাষ্য, জেরার সময় তথ্য গোপন করেন জ্যাকুলিন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে অভিনেত্রী দাবি করেছেন, তিনি সুকেশের প্রতারণার শিকার।
আদালতে কোনো সন্তোষজনক তথ্য-প্রমাণ দিতে না পারায় দিল্লি হাইকোর্ট তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছে। এই মামলার পরবর্তী শুনানি ও তদন্ত চলমান রয়েছে।