আন্তর্জাতিক
ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন।
বুধবার (২০ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, প্রতিরক্ষামন্ত্রী কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘গিডিয়নস চ্যারিয়টস বি’। এর আগে একই নামে আইডিএফ আরেকটি অভিযান চালিয়েছিল, তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য গাজার ৭৫ শতাংশ এলাকা দখল করা হয়েছিল।
নিরাপত্তা সূত্র জানায়, বৈঠকে কাটজ আইডিএফের পরিকল্পনা ও প্রস্তুতির প্রশংসা করেন। গাজা সিটি দখলের নির্দেশনার পরই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এ অভিযানের জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার নির্দেশও অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। ধারণা করা হচ্ছে, এই অভিযানে গাজা সিটি থেকে দক্ষিণে অন্তত ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হবেন। এ জন্য মানবিক প্রস্তুতিও নিয়েছে আইডিএফ।