আন্তর্জাতিক
ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ দফার নৌ অবরোধের হুঁশিয়ারি ইয়েমেনের

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে চতুর্থ দফার নৌ অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও মানবিক অবরোধ বন্ধ না হলে ইসরায়েলি বন্দরসংক্রান্ত যে কোনো জাহাজ ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হবে।
আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেন এই প্রতিরোধকে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অব্যাহত রেখেছে। জেনারেল সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিশ্বের সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি—ইসরায়েলের বন্দর সংশ্লিষ্ট কোনো জাহাজ নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, যদি ইসরায়েল চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যথায় সামরিক ও সমুদ্র অবরোধ চলবে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনের এই নতুন ঘোষণা বিশ্বজুড়ে বাণিজ্যিক শিপিং এবং পণ্য পরিবহনে বড় প্রভাব ফেলতে পারে।