ইসরাইলের ‘সীমিত’ ত্রাণ অনুমোদন, গাজায় হামলা জোরদার - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরাইলের ‘সীমিত’ ত্রাণ অনুমোদন, গাজায় হামলা জোরদার

Published

on

গাজায় নতুন করে স্থল হামলার ঘোষণার পর সীমিত খাদ্য সরবরাহ করবে ইসরাইল। ছবি: সংগৃহীত

গাজায় চলমান অবরোধ শিথিল করে ‘সীমিত পরিমাণে’ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। রোববার (১৮ মে) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সুপারিশের ভিত্তিতে গাজায় মৌলিক খাদ্য সহায়তা পাঠানো হবে।

অন্যদিকে, গাজার উত্তর ও দক্ষিণে ‘বিস্তৃত স্থল অভিযান’ শুরু করেছে আইডিএফ। এতে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুধু সোমবার রাতেই ১৩০ জনের বেশি নিহত হন।

ইসরাইল জানায়, যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবে মানবিক বিপর্যয় এড়াতে সীমিত খাদ্য সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে কাতারে হামাস ও ইসরাইলের পরোক্ষ আলোচনায় এখনও অগ্রগতি হয়নি।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, হামাস যদি যুদ্ধ শেষের শর্ত হিসেবে নির্বাসন ও উপত্যকার অসামরিকীকরণ চায়, তবেই চুক্তি সম্ভব — তবে এসব শর্ত হামাস ইতিপূর্বেই প্রত্যাখ্যান করেছে।

Share

গাজায় চলমান অবরোধ শিথিল করে ‘সীমিত পরিমাণে’ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। রোববার (১৮ মে) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সুপারিশের ভিত্তিতে গাজায় মৌলিক খাদ্য সহায়তা পাঠানো হবে।

অন্যদিকে, গাজার উত্তর ও দক্ষিণে ‘বিস্তৃত স্থল অভিযান’ শুরু করেছে আইডিএফ। এতে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুধু সোমবার রাতেই ১৩০ জনের বেশি নিহত হন।

ইসরাইল জানায়, যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবে মানবিক বিপর্যয় এড়াতে সীমিত খাদ্য সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে কাতারে হামাস ও ইসরাইলের পরোক্ষ আলোচনায় এখনও অগ্রগতি হয়নি।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, হামাস যদি যুদ্ধ শেষের শর্ত হিসেবে নির্বাসন ও উপত্যকার অসামরিকীকরণ চায়, তবেই চুক্তি সম্ভব — তবে এসব শর্ত হামাস ইতিপূর্বেই প্রত্যাখ্যান করেছে।

Share