ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান

Published

on

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইরান পেয়েছে অভূতপূর্ব আন্তর্জাতিক সমর্থন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের অন্তত ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে।

রোববার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। আন্তর্জাতিক সম্প্রদায় বুঝেছে যে, আমরা আত্মরক্ষার ন্যায্য পথেই ছিলাম।” তিনি জানান, এই সমর্থন ইরানকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়েছে।

আরাগচি আরও জানান, ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে ইরানের ইসলামী নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। তবে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো সম্ভব হতো না বলে মনে করেন তিনি। বরং আলোচনার মাধ্যমে বিশ্বকে বোঝানো সম্ভব হয়েছে ইরানের অবস্থান।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় টানা ১২ দিন হামলা চালায়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ পরিচালনা করে। এতে দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল-উদেইদ’-এও ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে।

২৪ জুন থেকে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

Share

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইরান পেয়েছে অভূতপূর্ব আন্তর্জাতিক সমর্থন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের অন্তত ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে।

রোববার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। আন্তর্জাতিক সম্প্রদায় বুঝেছে যে, আমরা আত্মরক্ষার ন্যায্য পথেই ছিলাম।” তিনি জানান, এই সমর্থন ইরানকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়েছে।

আরাগচি আরও জানান, ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে ইরানের ইসলামী নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। তবে আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো সম্ভব হতো না বলে মনে করেন তিনি। বরং আলোচনার মাধ্যমে বিশ্বকে বোঝানো সম্ভব হয়েছে ইরানের অবস্থান।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় টানা ১২ দিন হামলা চালায়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ পরিচালনা করে। এতে দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল-উদেইদ’-এও ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে।

২৪ জুন থেকে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

Share