আন্তর্জাতিক
গাজাবাসীর জন্য আনা ত্রাণ নিয়ে গেল ইসরায়েল : খাদ্য অভাবে মৃত্যু

অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর জাহাজ হান্দালা বাধার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর হাতে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (স্থানীয় সময়) রাত পৌনে ১২টার দিকে ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দেয় এবং এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির কোনো যোগাযোগ নেই।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, হান্দালায় কোনো অস্ত্র ছিল না। এতে ছিল গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী—শিশুখাদ্য, ডায়াপার, ওষুধ ও খাবার। তবে ইসরায়েলি বাহিনী জাহাজটি জব্দ করে এবং onboard থাকা ২১ জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে ১৯ জন মানবাধিকারকর্মী ও ২ জন আল জাজিরার সাংবাদিক।
ঘটনাটি সংঘটিত হয়েছে আন্তর্জাতিক জলসীমায়, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন। গাজার উপর চলমান অবরোধ ও মানবিক বিপর্যয়ের এই বাস্তবতায় ইসরায়েলের এমন পদক্ষেপ বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে।
গাজায় ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৯ হাজারের বেশি মানুষ, আহত অসংখ্য। খাদ্য, পানি ও ওষুধের অভাবে পুরো অঞ্চলটিই রূপ নিয়েছে এক মৃত্যুকূপে।