ইসরাইলের গাজা আগ্রাসনে প্রাণ গেল ১ লাখ ফিলিস্তিনির: হারেৎজ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরাইলের গাজা আগ্রাসনে প্রাণ গেল ১ লাখ ফিলিস্তিনির: হারেৎজ

Published

on

ইসরাইলের গাজা আগ্রাসনে প্রাণ গেল ১ লাখ ফিলিস্তিনির: হারেৎজ
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ফিলিস্তিনি। যা এই ভূখণ্ডটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। শুক্রবার (২৮ জুন) ইসরাইলি প্রভাবশালী দৈনিক হারেৎজ এ তথ্য প্রকাশ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া ৫৬,৩০০ নিহতের সরকারি সংখ্যার তুলনায় এটি দ্বিগুণেরও বেশি। হারেৎজ জানায়, ইসরাইলি হামলায় সরাসরি হতাহত ছাড়াও বহু মানুষ ক্ষুধা, ঠান্ডা ও রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

দৈনিকটি আরও জানায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজার সরকারি পরিসংখ্যানকে ক্রমেই নির্ভরযোগ্য হিসেবেই দেখছেন। তবে বাস্তবতা আরও ভয়াবহ হতে পারে। লন্ডনের ইউনিভার্সিটি অফ হোলোওয়ের অর্থনীতিবিদ ও সংঘর্ষকালীন মৃত্যুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল স্প্যাগ্যাটের সমীক্ষায় উঠে এসেছে — ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় আনুমানিক ৭৫,২০০ জন মারা গেছেন, যাদের অধিকাংশই ইসরাইলি হামলায়।

নিহতদের মধ্যে ৫৬ শতাংশই শিশু ও নারী। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যেকোনো সংঘাতের তুলনায় ভয়াবহ। শিশু ও নারীর অনুপাত অন্যান্য সাম্প্রতিক যুদ্ধের চেয়ে দ্বিগুণ — যেমন কসোভো (২০%), সিরিয়া (২০%) এবং সুদান (২৩%)।

হারেৎজ বলছে, ২১ শতাব্দীতে কোনো সংঘাতে জনসংখ্যার অনুপাতে এত বেশি প্রাণহানি আর দেখা যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর সামরিক অভিযান চালিয়ে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

Share

গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ফিলিস্তিনি। যা এই ভূখণ্ডটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। শুক্রবার (২৮ জুন) ইসরাইলি প্রভাবশালী দৈনিক হারেৎজ এ তথ্য প্রকাশ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া ৫৬,৩০০ নিহতের সরকারি সংখ্যার তুলনায় এটি দ্বিগুণেরও বেশি। হারেৎজ জানায়, ইসরাইলি হামলায় সরাসরি হতাহত ছাড়াও বহু মানুষ ক্ষুধা, ঠান্ডা ও রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

দৈনিকটি আরও জানায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজার সরকারি পরিসংখ্যানকে ক্রমেই নির্ভরযোগ্য হিসেবেই দেখছেন। তবে বাস্তবতা আরও ভয়াবহ হতে পারে। লন্ডনের ইউনিভার্সিটি অফ হোলোওয়ের অর্থনীতিবিদ ও সংঘর্ষকালীন মৃত্যুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল স্প্যাগ্যাটের সমীক্ষায় উঠে এসেছে — ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় আনুমানিক ৭৫,২০০ জন মারা গেছেন, যাদের অধিকাংশই ইসরাইলি হামলায়।

নিহতদের মধ্যে ৫৬ শতাংশই শিশু ও নারী। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যেকোনো সংঘাতের তুলনায় ভয়াবহ। শিশু ও নারীর অনুপাত অন্যান্য সাম্প্রতিক যুদ্ধের চেয়ে দ্বিগুণ — যেমন কসোভো (২০%), সিরিয়া (২০%) এবং সুদান (২৩%)।

হারেৎজ বলছে, ২১ শতাব্দীতে কোনো সংঘাতে জনসংখ্যার অনুপাতে এত বেশি প্রাণহানি আর দেখা যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর সামরিক অভিযান চালিয়ে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

Share