ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর

Published

on

ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর
৬ জুলাই গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত নারীকে স্ট্রেচারে করে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি

গাজা উপত্যকায় ত্রাণ লুট ও হামাসবিরোধী কর্মকাণ্ডে আলোচিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’-এর প্রধান ইয়াসের আবু শাবাব প্রকাশ্যে স্বীকার করেছেন, তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছেন।

রবিবার ইসরায়েলের সরকারি আরবি রেডিও মাকানকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু শাবাব বলেন, “আমরা ইসরায়েলি সেনাদের জানিয়ে রাখি, তবে সামরিক অভিযান নিজেরা পরিচালনা করি। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় আমরা অবাধে চলাফেরা করি।”

তিনি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও জানান, বিভিন্ন পক্ষ থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “কিছু বিষয় প্রকাশ করা যায় না।”

এর আগে, গত মাসে ইসরায়েল স্বীকার করেছিল যে, তারা হামাসবিরোধী কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। ধারণা করা হয়, ‘পপুলার ফোর্সেস’ই সেই গোষ্ঠীগুলোর অন্যতম।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টিকে ‘ভালো উদ্যোগ’ বলে প্রশংসা করলেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এই সহযোগিতাকে ‘অপরাধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া’ বলে সমালোচনা করেছেন।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেইন রিলেশনসের প্রতিবেদনে আবু শাবাবকে গাজার রাফা অঞ্চলের অপরাধীচক্রের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ত্রাণ লুটপাটের সঙ্গে জড়িত।

এদিকে, ফিলিস্তিনের বিভিন্ন গোত্রের একটি জোট এক বিবৃতিতে ‘পপুলার ফোর্সেস’-কে ‘শত্রুর দোসর’ আখ্যা দিয়ে বলেছে, “এদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্বাসঘাতকতার শাস্তি তারা পাবে।”

২০০৭ সাল থেকে গাজা শাসনকারী হামাসও আবু শাবাবের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সামরিক আদালত ইতিমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে বিচার শুরু করেছে।

Share

গাজা উপত্যকায় ত্রাণ লুট ও হামাসবিরোধী কর্মকাণ্ডে আলোচিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’-এর প্রধান ইয়াসের আবু শাবাব প্রকাশ্যে স্বীকার করেছেন, তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছেন।

রবিবার ইসরায়েলের সরকারি আরবি রেডিও মাকানকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু শাবাব বলেন, “আমরা ইসরায়েলি সেনাদের জানিয়ে রাখি, তবে সামরিক অভিযান নিজেরা পরিচালনা করি। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় আমরা অবাধে চলাফেরা করি।”

তিনি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও জানান, বিভিন্ন পক্ষ থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “কিছু বিষয় প্রকাশ করা যায় না।”

এর আগে, গত মাসে ইসরায়েল স্বীকার করেছিল যে, তারা হামাসবিরোধী কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। ধারণা করা হয়, ‘পপুলার ফোর্সেস’ই সেই গোষ্ঠীগুলোর অন্যতম।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টিকে ‘ভালো উদ্যোগ’ বলে প্রশংসা করলেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এই সহযোগিতাকে ‘অপরাধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া’ বলে সমালোচনা করেছেন।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেইন রিলেশনসের প্রতিবেদনে আবু শাবাবকে গাজার রাফা অঞ্চলের অপরাধীচক্রের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ত্রাণ লুটপাটের সঙ্গে জড়িত।

এদিকে, ফিলিস্তিনের বিভিন্ন গোত্রের একটি জোট এক বিবৃতিতে ‘পপুলার ফোর্সেস’-কে ‘শত্রুর দোসর’ আখ্যা দিয়ে বলেছে, “এদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্বাসঘাতকতার শাস্তি তারা পাবে।”

২০০৭ সাল থেকে গাজা শাসনকারী হামাসও আবু শাবাবের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সামরিক আদালত ইতিমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে বিচার শুরু করেছে।

Share