আন্তর্জাতিক
এবার ইরাকেও হামলার হুমকি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। গাজা, লেবানন ও সিরিয়ার পর এবার ইরাকেও হামলার ইঙ্গিত দিচ্ছে দেশটি। ইরানি সামরিক বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য ইরাক সফরে যান জেনারেল কানি। সেখানে তিনি ইরাকের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি সতর্ক করে বলেন—ইসরায়েল ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার ওপর হামলা চালাতে পারে।
ইরান ও তার ঘনিষ্ঠ মিত্ররা বিশ্বাস করে, ইসরায়েল এই অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা সৃষ্টি করতে চায়। সিরিয়া ও লেবাননে হামলার ধারাবাহিকতায় এবার ইরাকও ইসরায়েলের আগ্রাসনের লক্ষ্যবস্তু হতে পারে।
সম্প্রতি ইরাক-ইসরায়েল সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অভিযোগ করেন, ইরানে হামলার সময় ইসরায়েল তাদের অনুমতি ছাড়াই ইরাকি আকাশসীমা ব্যবহার করেছে। এ বিষয়ে ইরাক জাতিসংঘেও অভিযোগ দায়ের করেছে।
ইরান আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ইসরায়েল এখন আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে—যার পরিণতিতে পুরো মধ্যপ্রাচ্য আবারও জ্বলন্ত সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।