আন্তর্জাতিক
গত ২০ মাসে ৫ দেশে ইসরায়েলের ৩৫ হাজার হামলা

গত ২০ মাসে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের আরও চার দেশে প্রায় ৩৫ হাজার সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ২০২৫ সালের ২৩ জুন পর্যন্ত এই হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে ১৮,২৩৫টি, লেবাননে ১৫,৫২০টি, সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি এবং ইয়েমেনে ৩৯টি হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যবহৃত হয়েছে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ এবং কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসের পরিকল্পনা।
এ সময়ে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। পশ্চিম তীরে প্রাণ গেছে প্রায় ১ হাজার ফিলিস্তিনির। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলে ১৪ মাস, সিরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক হামলা চালায় ইসরায়েল।
ইয়েমেনেও হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোয় হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সরাসরি ১২ দিনের সংঘর্ষের পর ২৩ জুন যুদ্ধবিরতি হয়। এই হামলা মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র : আল জাজিরা