রাজনীতি
সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিন দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
দুপুর ২টায় মূলপর্ব শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন দলের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে বাস ও মিছিল নিয়ে নেতাকর্মীরা উদ্যানমুখী হন। দলটি জানিয়েছে, ১০ লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে সমাবেশ আয়োজন করা হয়েছে।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, এই মহাসমাবেশ জাতীয় নেতাদের মিলনমেলায় রূপ নেবে। ইতোমধ্যে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি ও ১২টি উপকমিটি গঠন করা হয়েছে।
সমাবেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ স্বাধীনকরণ ও সংখ্যানুপাতিক ভোটের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।