বাংলাদেশ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জোবায়দুর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকের পরিচালক ড. জোবায়দুর রহমান।
২৩ জুলাই (বুধবার) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।
ড. জোবায়দুর রহমানের পেশাগত জীবন শুরু হয় ১৯৭৫ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, ইতালির বোকোনি ইউনিভার্সিটি ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক ও ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন। ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নে তিনি নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে কর্মরত।
এর আগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চাপ আসে। ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর তাকে তলব করলে তিনি পদত্যাগ করেন।