বাংলাদেশ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। তখন রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সুবিধাভোগের অভিযোগ ওঠে। ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে তলব করেন এবং পদত্যাগের নির্দেশ দেন। জানা গেছে, এরপরও তিনি বিভিন্ন মহলে লবিং শুরু করেন। তবে ১৫ জুলাই তার ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালিয়ে তার কার্যকালীন সুবিধা ও আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
উল্লেখযোগ্যভাবে, তিনি যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কোনো লিখিত অনুমোদন ছাড়াই পরিচালনা পর্ষদকে মৌখিকভাবে জানিয়ে এক মাসের জন্য বিদেশ যান। যদিও একটি ব্যাংকের চেয়ারম্যানের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ সাধারণত ব্যবস্থাপনা পর্যায়ের বিষয় এবং এজন্য যথাযথ অনুমোদন প্রয়োজন।
ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানের নাম আলোচনায় রয়েছে।