রাজনীতি
ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াত ও এনসিপির যোগদান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৮ জুন) দুপুরে এই যোগদান ঘটে।
জামায়াতের পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সমাবেশে উপস্থিত হয়। প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলও মহাসমাবেশে যোগ দেয়।
দাবি হিসেবে মহাসমাবেশ থেকে রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যার বিচার এবং পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয় এবং দুপুর ২টায় মূলপর্ব শুরু হয়।