রাজনীতি
ইশরাক: এনসিপির কেউ নির্বাচনে জিতবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে এক মশাল মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশে এমন কোনো আসন নেই যেখানে এনসিপির প্রার্থী জয়ী হবে। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে।”
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং দেশে আইনশৃঙ্খলার অবনতি প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে ইশরাক বলেন, “জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে। শহীদরা জানতেন না, তাদের আত্মত্যাগের ফসল অন্যরা লুটে নেবে।”
তিনি এনসিপি নেতাদের শিষ্টাচারবহির্ভূত আচরণের কঠোর সমালোচনা করে বলেন, “কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসিরুদ্দীন পাটওয়ারী যেভাবে কথা বলেছেন, তার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। নতুবা চকরিয়ার মতো সারা দেশে জনগণ তাদের অবাঞ্ছিত ঘোষণা করবে।”
গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনায় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মুরাদনগরে বিএনপি নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ করে বলেন, “এই এলাকায় এখন যা হচ্ছে, তা আওয়ামী আমলেও হয়নি।”
শেষে তিনি বলেন, “তারেক রহমানের নামে কুৎসা রটিয়ে, শহীদের রক্তের রাজনীতি করে ও ভোট পেছানোর ফাঁদ পেতে এনসিপি রাজনৈতিক মাঠে থাকতে পারবে না। জনগণ বিএনপির সাথেই আছে।”