বাংলাদেশ
মিছিল-অবস্থান নিয়ে নগর ভবনে ইশরাক সমর্থকদের টানা বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা সপ্তম দিনের মতো নগর ভবনে বিক্ষোভ ও মিছিল করছে তার সমর্থকরা।
বুধবার (২১ মে) সকাল ১০টার পর ইশরাকপন্থিরা নগর ভবনের ভেতরে ও বাইরে মিছিল করেন। নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিও চলছে কয়েকদিন ধরে।
এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেবেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ।
মঙ্গলবার শুনানি শেষে আদালত আজকের দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হোসেন এবং ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
গত ১৪ মে এক রিট আবেদনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। কিন্তু গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাককে নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।
এই গেজেট প্রকাশের পর থেকেই সমর্থকরা তাকে শপথ না পড়ানোর প্রতিবাদে নগর ভবনের সামনে টানা কর্মসূচি পালন করে যাচ্ছে।