বাংলাদেশ
নির্বাচনের রোডম্যাপ চাই, দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছাড়ব না: ইশরাক

ঢাকা, ২১ মে ২০২৫:
“নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাব না” — এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ইশরাক বলেন, “নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু সরকারের দুই উপদেষ্টা মদদ দিচ্ছেন, যেন বিএনপি নির্বাচনে অংশ নিতে না পারে। এ অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন, “তারা পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক। সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না।”
শপথ প্রসঙ্গে ইশরাক জানান, “কোনোদিনও শপথ নেয়ার উদ্দেশ্য আমার ছিল না। রায় পেয়েও বৈষম্যের শিকার হয়েছি। এটা কোনো ব্যক্তিগত পদের আন্দোলন নয়। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবিতে এই আন্দোলন চলছে।”
নির্বাচন কমিশনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইশরাক বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সেটাকে জিম্মি করা হচ্ছে। এই কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে। আরেকটা স্বৈরাচার যাতে না জন্ম নেয়, সে জন্য আমরা প্রস্তুত। সময় এলে হাসিনার মতো জবাব দেওয়া হবে।”