বিনোদন
শব্দের মানুষ: ভয়েজ মিমিক্রি থেকে অভিনয়ের গহীনে ইরফানের যাত্রা

ভয়েজ মিমিক্রি দিয়ে যাত্রা শুরু, আর আজ ভয়েস অভিনয়ের ব্যতিক্রমী শিল্পী— এমনই এক অনুপ্রেরণামূলক পথচলার নাম ইরফান রহমান। পশু-পাখির আওয়াজ, খলনায়কের গলা বা হাসির কার্টুন— কণ্ঠের বৈচিত্র্যে তিনি জীবন্ত করে তুলেছেন নানা চরিত্র।
শৈশব থেকেই পরিবারে উৎসাহ পেয়েছেন ইরফান। কার্টুন বা সিনেমার চরিত্রের গলায় কথা বলতেন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে— আর পরিবারের সদস্যরা তাঁকে হাস্যরস নয়, বরং সাহস জুগিয়েছেন।
২০২২ সাল থেকে পেশাদার ভয়েজ অভিনয়ে যুক্ত ইরফান কণ্ঠ দিয়েছেন অডিও নাটক, মোবাইল গেম, ইউটিউব কনটেন্ট ও অ্যানিমেটেড ভিডিওতে। তিনি বলেন, “একেকটা কণ্ঠে আমি একেকটা চরিত্র হয়ে যাই— এটা আমার ভালোবাসা, আমার সাধনা।”
ভবিষ্যতে বড় পর্দার অভিনয়ের স্বপ্ন দেখছেন তিনি। তাঁর ভাষায়, “শুধু ভয়েজ নয়, চোখে-মুখে, শরীরভাষায়ও চরিত্রটাকে ধারণ করতে চাই।”
ইরফান রহমানের এই যাত্রা যেন আজকের তরুণ কণ্ঠশিল্পীদের জন্য এক অনুপ্রেরণা। যেখানে শব্দই সংলাপ, কণ্ঠই অস্ত্র— সেখানে তিনি এক নিঃশব্দ বিপ্লবী।