আন্তর্জাতিক
গুজব উড়িয়ে দিল ইরাক ও তুরস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় আকাশসীমা বন্ধের গুজব ছড়িয়ে পড়লেও তা স্পষ্টভাবে অস্বীকার করেছে ইরাক ও তুরস্ক।
ইরাকের পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মাইথাম আল-সাফি দেশটির সংবাদ সংস্থা (আইএনএ) কে জানিয়েছেন, ‘ইরাকের আকাশসীমা এখনো উন্মুক্ত। কোনো দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত হয়নি। সব বিমানবন্দর খোলা রয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।’
অন্যদিকে, তুরস্কের গণমাধ্যমও নিশ্চিত করেছে, তার্কিশ এয়ারলাইনস ইরান, লেবানন, জর্ডান ও ইরাকের সঙ্গে তাদের ফ্লাইট স্বাভাবিকভাবেই চালু রেখেছে।
সম্প্রতি ইসরায়েল-গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে এই ধরনের গুজব ছড়িয়ে পড়ে। তবে শাফাক নিউজ নিশ্চিত করেছে, দুই দেশই এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়, বিমান চলাচলে কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ নেই।