ইরাকি জলসীমায় ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইরাকি জলসীমায় ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ

Published

on

ইরাকি জলসীমায় ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

ইরাকি নৌবাহিনী দক্ষিণ বসরা উপকূলে ইরানি জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি আড়াই লাখ টন কালো তেল বহন করছিল। কিন্তু যথাযথ নথিপত্র দেখাতে ব্যর্থ হয় ট্যাঙ্কারে থাকা ব্যক্তিরা।

ইরাকি কর্তৃপক্ষ জানায়, এটি তেল চোরাচালান বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরব উপসাগরের ইরাকি জলসীমায় ট্যাঙ্কারটি আটকানো হয়।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটি দীর্ঘদিন ধরে বিকল্প পথে তেল রপ্তানি করে আসছে। এই চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্র ইরাকের ওপরও চাপ দিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে তাই তেল চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিতে রয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

Share

ইরাকি নৌবাহিনী দক্ষিণ বসরা উপকূলে ইরানি জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি আড়াই লাখ টন কালো তেল বহন করছিল। কিন্তু যথাযথ নথিপত্র দেখাতে ব্যর্থ হয় ট্যাঙ্কারে থাকা ব্যক্তিরা।

ইরাকি কর্তৃপক্ষ জানায়, এটি তেল চোরাচালান বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরব উপসাগরের ইরাকি জলসীমায় ট্যাঙ্কারটি আটকানো হয়।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটি দীর্ঘদিন ধরে বিকল্প পথে তেল রপ্তানি করে আসছে। এই চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্র ইরাকের ওপরও চাপ দিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে তাই তেল চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারিতে রয়েছে ইরাকি কর্তৃপক্ষ।

Share