আন্তর্জাতিক
আলোচনার শর্ত জানাল ইরান, হামলার পরিকল্পনা বাদ দিতে বললো

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরুর বিষয়ে শর্ত জানিয়ে দিলো ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফেরার আগ্রহ জানালেও হামলার বিষয়ে তাদের অবস্থান এখনো পরিষ্কার নয়।
সম্প্রতি ইসরায়েলের দখলদার সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
তাখত-রাভানছি জানান, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কতটুকু হবে তা নিয়ে আলোচনা হতে পারে, তবে হুমকি দিয়ে কোনো আলোচনা চলতে পারে না।
এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আইএইএ জানিয়েছে, মারাত্মক ক্ষতি হলেও কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি।

তাখত-রাভানছি বলেন, ইরান যুদ্ধ চায় না, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায়। তবে নতুন আগ্রাসন এলে দেশ প্রস্তুত রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা কবে শুরু হবে এবং এজেন্ডা কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইরানের শর্ত— আলোচনার সময় আর কোনো হামলা নয়।