ধর্ষণের দায়ে একজনকে ফাঁসিতে ঝোলাল ইরান - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে একজনকে ফাঁসিতে ঝোলাল ইরান

Published

on

ছবি : সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ফাঁসি ঝোলানো হয়েছে। দেশটির বিচার বিভাগ রবিবার এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ওই ব্যক্তির। তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম-পরিচয়ও জানানো হয়নি। তবে মামলাটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করা হয়।

ইরানে ধর্ষণ, যৌন সহিংসতাসহ বেশ কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে গত ডিসেম্বরে বহু নারীকে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

সূত্র : এএফপি

Share

ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ফাঁসি ঝোলানো হয়েছে। দেশটির বিচার বিভাগ রবিবার এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ওই ব্যক্তির। তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম-পরিচয়ও জানানো হয়নি। তবে মামলাটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করা হয়।

ইরানে ধর্ষণ, যৌন সহিংসতাসহ বেশ কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে গত ডিসেম্বরে বহু নারীকে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

সূত্র : এএফপি

Share